Updated travel restrictions for passengers to/from Bangladesh
সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ (CAAB) আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ হালনাগাদ করেছে। আগামী ০৪/০৬/২০২১ তারিখ হতে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা মোতাবেক সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড (Group C- এর অন্তর্ভুক্ত) হতে বাংলাদেশ ভ্রমন করতে অথবা বাংলাদেশ হতে এ সকল দেশ ভ্রমন করতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। এ নির্দেশনা মোতাবেক এসব দেশ (Group C- এর অন্তর্ভুক্ত) থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷
For details, please see the attached circular…
Updated travel restrictions for passengers to/from Bangladesh