Delta and Sediment: An Exhibition with three contemporary expressions from Bangladesh
প্রিয় সুধী,
স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাস সুইডেনের আর্ট গ্যালারী FÄRGFABRIKEN-এর সাথে যৌথভাবে আগামী ১৩ এপ্রিল ২০১৯ শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত Delta and Sediment: An Exhibition with three contemporary expressions from Bangladesh শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করছে। উক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান একই দিন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
স্থানঃ FÄRGFABRIKEN, Lövholmsbrinken 1, 117 43 Stockholm
উক্ত প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সবান্ধব সাদরে আমন্ত্রিত।
স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাস ও FÄRGFABRIKEN এর যৌথ আমন্ত্রণপত্র সংযুক্ত।
RSVP: doot@bangladeshembassy.se, 0729227451
For details, please see the attached circular…
Delta and Sediment: An Exhibition with three contemporary expressions from Bangladesh